ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আলজেরিয়ায় আগামী ১২ ডিসেম্বর নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেশটিতে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের শাসক আব্দেলাজিজ বৌতাফ্লিকার পদত্যাগের পর রাজনৈতিক শূন্যতার পাঁচ মাস পর এ নির্বাচনের ঘোষণা দেয়া হলো। তার অন্তর্বর্তী উত্তরসূরি রোববার এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।

জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আব্দেল কাদের বেনসালেহ বলেন, আমি ২০১৯ সালের ১২ ডিসেম্বর বৃহস্পতিবার আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি।

এ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তিনি নিজে বিরত থাকবেন বলেও ঘোষণা দেন।

নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে বিক্ষোভ চলা সত্ত্বেও ২০১৯ সালের শেষের দিকে ভোট অনুষ্ঠিত হবে এমন কথা সেনা প্রধান জেনারেল আহমেদ গাইদ সালেহ জোরদিয়ে বলার পর নির্বাচনের এ ঘোষণা দেয়া হলো। অসুস্থ বৌতাফ্লিকার পতনের পর থেকে আলজিয়ার্সের ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তাকে দেখা হয়।

 
Electronic Paper