ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

বাংলা

ফাতেমা বেগম তমা
🕐 ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

পদ্য : একুশের গান
আবদুল গাফ্ফার চৌধুরী
১। ’৫২-র একুশে ফেব্রুয়ারির সুন্দর রূপ ‘একুশের গান’ কবিতার যে চরণে ফুটে উঠেছে তা হলো-
র. রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে
রর. পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন
ররর. এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো খ্যাপা বুনো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii

২। পাকিস্তানিরা এ দেশের প্রাণে গুলি ছুড়েছিল কেন?
i. দেশের দাবিকে রুখতে
ii. মানুষের দাবিকে রুখতে
iii. শিশু হত্যা করতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। একুশে ফেব্রুয়ারিকে কবি আবার জেগে উঠতে বলেছেন—
i. জাগ্রত প্রতিরোধ গড়ে তুলতে
ii. ভাষা আন্দোলনের রক্তদান বিস্মৃত হওয়া যায় না বলে
iii. সব ধরনের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। শহীদ ভাইয়ের আত্মা কেন ডাকে?
ক) শেষ রায় ঘোষণা করার জন্য
খ) মানুষের দাবিকে প্রতিষ্ঠার জন্য
গ) পাকিস্তানিদের প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য
ঘ) মানুষের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার জন্য
৫। একুশে ফেব্রুয়ারিকে কোন আগুনে জ্বালাবে?
ক) ঘৃণা খ) ক্রোধ
গ) প্রতিশোধের
ঘ) হত্যার
৬। পাকিস্তানিরা কেন এ দেশের ভাগ্য বিক্রি করতে চেয়েছিল?
ক) প্রতিশোধ নেওয়ার জন্য
খ) মানুষকে হত্যা করার জন্য
গ) ওরা এ দেশের কেউ নয় বলে
ঘ) দেশের মানুষের দাবিকে রুখতে
৭। ‘একুশের গান’ কবিতায় ’৫২-র সুন্দর প্রকৃতির নিয়ামক হিসেবে ব্যবহৃত হয়েছে-
র. চাঁদ রর. রজনীগন্ধা ররর. ঝড়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii
ঘ) i ও iii
উত্তর : ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ।
গদ্য (ভ্রমণকাহিনী)
মংড়ুর পথে : বিপ্রদাশ বড়ুয়া

১। মংড়ুর পথে আসতে পেরে লেখক খুশি হয়েছেন কেন?
ক) আমাদের সীমান্ত শহর বলে
খ) ম্র্রাউক-উ দেখতে পাবেন বলে
গ) নতুন দেশ দেখতে পাবেন বলে
ঘ) চট্টগ্রামের সঙ্গে মংড়ুর আগের যোগাযোগ ছিল বলে
২। মংড়ুর প্রধান সড়ক পথে চলার সময় লেখক দোকানপাট কোথায় দেখতে পেলেন?
ক) রাস্তার দুই পাশে
খ) রাস্তার এক পাশে
গ) বাড়ির নিচে ঘ) ফুটপাতে
৩। মংড়ুর বাড়িগুলোর থাম-
র) বাঁশের রর) কাঠের ররর) পাকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। আমাদের দেশের তুলনায় পানির দাম কোনটির?
ক) চিংড়ি খ) তরিতরকরি
গ) মাছ ঘ) নুডলস
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. ক।

ফাতেমা বেগম তমা
সিনিয়র শিক্ষক
বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper