ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়ক সংস্কারে দুর্ভোগমুক্ত তাড়াশ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস-ধোপাগাড়ী ও রানীদিঘী-লাউশন সড়ক সংস্কারের ফলে হাজার হাজার মানুষ জনদুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন। সড়কটি নির্মাণ হওয়ার ফলে এখন এলাকাবাসী মহানন্দিত।

ওই সড়ক সংস্কার হওয়াতে এ অঞ্চলের বসবাস করা লোকজন যেমন খুশি তেমনি তাদের জীবনমান পাল্টে গেছে। কাজের গুণগত মানও ভালো হওয়ায় প্রসংসা করছেন স্থানীয়রা। তবে স্বাধীনতার পর এই প্রথম সড়ক দুটি পাকাকরণ হলো।

জানা গেছে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের ধোপাগাড়ী থেকে বারুহাস সড়ক একটি জনগুরুপূর্ণ সড়ক। এ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা বিরাজ করছিল। ফলে এলাকার কৃষি পণ্য, ফসল ও ব্যবসা-বাণিজ্যের জন্য এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

তাড়াশ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমান ও সার্ভেয়ার মো. নাজমুল হক বারুহাস-ধোপাগাড়ী ও রানীদিঘী-লাউশন কাজের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান ও সার্ভেয়ার নাজমুল হক সড়ক দুইটির কাজ তদারকি করেছেন।

 
Electronic Paper