ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবিতে রঙিন র‌্যাগ ডে

নুসরাত জাহান
🕐 ১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

‘র‌্যাগ ডে’ দিনটি আনন্দঘন পরিবেশে শুরু হলেও সমাপ্তিটা যেন হলো বিষণ্নতার সুরে। বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের র‌্যাগ ডের কথা।

শাটলে কিংবা ঝুপড়িতে দলবেঁধে গান গাওয়া, মউর দোয়ানের শিঙ্গারা, সমাজ বিজ্ঞানের ক্যান্টিনে চায়ের কাপে গল্পের ঝড় তোলা, সেমিনারে নোটের আদান প্রদান এসব কিছুরই যেন অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে র‌্যাগ ডের মধ্যে দিয়ে।

ক্যাম্পাস জীবনে স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী ব্যাচের শিক্ষার্থী আহম্মেদ আনোয়ার বলেন, আজ (র‌্যাগ ডে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের সমাপ্তি হতে যাচ্ছে আমার জীবনের। আমার কাছে ডিপার্টমেন্ট ছিল আরেকটি পরিবার সেই পরিবারকে ছেড়ে যেতে কতটা কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।

সকাল ১১টায় কেক কাটার মধ্যে দিয়ে র‌্যাগ ডের উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ারা বেগম। এরপর আনন্দ র‌্যালিতে নানা বাদ্যের তালে তালে নেচে গেয়ে মুখরিত করে তুলেন পুরো ক্যাম্পাস।

বন্ধুদের হারানোর বিষন্ন অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী ব্যাচের আরেক শিক্ষার্থী ফিরোজ মাহমুদ, র‌্যাগ ডের দিন এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম আজ বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিন, কিন্তু বেলা যত বাড়ছিল মনের মধ্যে কি জানি একটা হারানোর অনুভূতি কাজ করছিল।

দিনশেষে প্রিয় ক্যাম্পাস ও বন্ধুদের হারানো বিষণ্ন অনুভূতি ধরা পড়ল সবার চোখে। অশ্রুসিক্ত নির্বাক কণ্ঠে অন্তর বলে ওঠে যেন ‘দেখা হবে বন্ধু কারণে অকারণে।’

 
Electronic Paper