ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আধুনিক নাম ভরা গ্রাম

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯

ভারতের বেঙ্গালুরু থেকে ৪১৯ কিলোমিটার দূরে ভদ্রপুর গ্রাম। এই গ্রামেই ‘জন্ম’ আমেরিকা, কোরিয়া, জাপানের! এই গ্রামেই জন্ম নিয়েছিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গুগল, ফেসবুকও!

বিশ্বাস না হলে তা সত্য। আনন্দবাজার পত্রিকা বলছে, এক সময়ে কর্নাটকে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছিল হাক্কি পিক্কি জনগোষ্ঠীর বাস। কর্নাটকের ভদ্রপুর গ্রামে এই হাক্কি পিক্কিদের মধ্যেই নামকরণের অদ্ভুত রীতি প্রচলিত। সন্তান জন্মের পর তার মুখ দেখে প্রথমেই যা মনে আসবে বাবার, সন্তানের নাম সেটাই হবে। যুগের সঙ্গে আধুনিক হয় যাবাযাব জাতি হাক্কি পিক্কিও।

এখন সন্তান হলেই তার বাবা আধুনিক নাম রাখেন যেমন- গুগল, হাইকোর্ট, ডলার, সুগার, কফি, মিলিটারি, সুপ্রিম কোর্ট, কংগ্রেস, এমনকি আমেরিকা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। অমিতাভ, সালমান খানের মতো সেলিব্রিটির ‘জন্ম’ যেমন এই গ্রামে হয়েছে, রয়েছে প্রচুর বিদেশি সেলিব্রিটিও।

 
Electronic Paper