ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৃদ্ধ সেজে ধরা

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

জয়েশ প্যাটেল নামে ৩২ বছরের এক ভারতীয় যুবক ৮১ বছরের বৃদ্ধ সেজে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় ধরা পড়েছেন। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আটকে যান তিনি। সিএনএনের খবরে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ছদ্মবেশী যুবকের গন্তব্য ছিল নিউইয়র্ক। ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের কর্মকর্তার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন জয়েশ প্যাটেল। তার পাসপোর্ট চাওয়ার পর কর্মকর্তা দেখেন, তাতে লেখা নাম ‘আমরিক সিং’।

জন্ম ১৯৩৮ সালের ফেব্রুয়ারি মাসে, দিল্লিতে। অর্থাৎ, তার বয়স ৮১ বছর। কিন্তু, তার শরীরের চামড়া ছিল অল্পবয়সী মানুষের মতো। এতে বোঝা যায়, তিনি কোনোভাবেই ৮০ বছরের বৃদ্ধ হতে পারেন না। এরপর নিরাপত্তা কর্মীর একের পর এক প্রশ্নবাণে পড়ে ওই যাত্রী স্বীকার করেন, তার পাসপোর্টটি ভুয়া। আসল বয়স ৩২ বছর। তিনি গুজরাট রাজ্যের বাসিন্দা। সবকিছু পরিষ্কার হয়ে গেলে জয়েশ প্যাটেলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

 
Electronic Paper