ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘ম্যাজিক বাউলিয়ানা’র নিবন্ধন

বিনোদন প্রতিবেদক
🕐 ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

লোকসঙ্গীতের নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শুরু হলো ‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতার তৃতীয় আসরের নিবন্ধন প্রক্রিয়া। গত বুধবার আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। নিবন্ধন করা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র ওয়েবসাইট (www.magicbauliana.com.bd), অথবা ফোন করতে হবে টোল ফ্রি ০৮০০০৮৮৮০০০ এই নম্বরে।

বাংলাদেশের ৭টি অঞ্চল-ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’-এর অডিশন রাউন্ড। অডিশন রাউন্ড থেকে বাছাই করা শিল্পীদের পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। তাদের নিয়ে করা হবে গ্রুমিং সেশন।

সেখানে শিল্পীদের সঙ্গীত পরিবেশনা, সুরের ব্যবহার, যথাযথ স্কেল নির্বাচন, শুটিং সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি ক্যামেরার সামনে দাঁড়ানো, মাইক্রোফোনের পজিশন, শব্দ প্রক্ষেপণ, পারফর্মিং আর্টসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ধারণা দেওয়া হবে।

 
Electronic Paper