ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুস্থ হয়ে উঠছেন এন্ড্রু কিশোর

বিনোদন প্রতিবেদক
🕐 ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। গত সোমবার তিনি সিঙ্গাপুরের হাসপাতালে পৌঁছান। পরদিন তার চিকিৎসা শুরু হয়। সঙ্গে রয়েছেন স্ত্রী লিপিকা ইতি ও তার চিকিৎসা সমন্বয়ক শিল্পী জাহাঙ্গীর।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জাহাঙ্গীর জানান, এন্ড্রু কিশোরের কিডনির ওপরের একটি গ্রন্থি ফুলে গেছে। ফলে ওজন কমে যাওয়াসহ তার শরীরে হরমোনজাতীয় বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। তবে খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি জানান, খুব বেশিদিন হাসপাতালে থাকতে হবে না এন্ড্রু কিশোরকে। কারণ নতুন কোনো জটিলতা তৈরি না হলে কিংবা চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হতে না বললে আগামীকাল শনিবার দেশে ফেরার কথা রয়েছে শিল্পীর।

জীবন্ত কিংবদন্তি এই শিল্পীর চিকিৎসার জন্য গত রোববার ১০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শ মতো পরের দিন সোমবারই বাংলাদেশ বিমানের ফ্লাইট ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছান এন্ড্রু কিশোর।

 
Electronic Paper