ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

আবু সাঈদ
🕐 ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

১। নিম্নের কোন পর্যটক সোনারগাঁ ভ্রমণ করেন?
(ক) ইবনে বতুতা
(খ) ফা হিয়েন
(গ) হিউএন সাং
(ঘ) মারকো পোলো

 

২। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা দিবস পুরস্কার কোন সাল থেকে প্রবর্তিত হয়?
(ক) ১৯৭২ (খ) ১৯৭৪
(গ) ১৯৭৫ (ঘ) ১৯৭৭

৩। পদ্মা নদীর উপনদী কোনটি?
(ক) মধুমতি (খ) কুমার
(গ) আত্রাই (ঘ) মহানন্দা

৪। বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয়-
(ক) ঢাকায় (খ) চট্টগ্রামে
(গ) কুমিল্লায় (ঘ) খুলনায়

৫। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরই যে বিভাগের স্থান-
(ক) রাজশাহী (খ) চট্টগ্রাম
(গ) খুলনা (ঘ) বরিশাল

৬। প্রাকৃত শব্দটির অথ-
(ক) প্রকৃত (খ) যথার্থ
(গ) যা করা হয়েছে (ঘ) স্বাভাবিক

৭। ড. আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন রচিত বই-
(ক) আজব প্রাণী আজব গাছ
(খ) সাগরের রহস্যপুরী
(গ) জলে ডাঙ্গায়
(ঘ) বাঘের ঘরে খরগোসের বাস

৮। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন?
(ক) বেগম রোকেয়া
(খ) আবুল ফজল
(গ) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী
(ঘ) নুরুন্নেসা খাতুন

২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১. ল ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. খ ৮.গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper