তিন সন্তানের মধ্যে দুইটা ছেলে শিশু ও একটা কন্যা শিশু। ববিতা পারভীন নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।
শিশুদের পিতা সামিউল ইসলাম বাবু বলেন, `তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া চাই।' এদিকে একসাথে সুস্থ তিন সন্তানের জন্ম দেওয়ায় অনেকেই ক্লিনিকে নবাজাতক ও মাকে দেখতে ভিড় জমাচ্ছেন।