ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাসপাতালই যেন কোর্ট

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

ভারতের উন্নাওয়ে এক ধর্ষিতা তরুণীর বয়ান রেকর্ড করতে হাসপাতালের কেবিন হয়ে গেল আদালত কক্ষ। দিল্লি হাইকোর্টের নির্দেশে গতকাল বুধবার সকালে নির্যাতিতার সঙ্গে কথা বলতে এইমস হাসপাতালে পৌঁছেন বিশেষ আদালতের বিচারক ধর্মেশ শর্মা।

এদিনের বিশেষ শুনানির জন্য হাসপাতালের যে ঘরে অস্থায়ী আদালত বসছে সেখানে কড়া পুলিশি নিরাপত্তায় আনা হয় উন্নাও ধর্ষণ কা-ের অভিযুক্ত বিজেপির সাবেক বিধায়ক কুলদীপ সিং সেনগার ও শশী সিংকেও।

তবে শুনানির সময় কুলদীপকে নির্যাতিতা তরুণীর মুখোমুখি পেশ করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুনানির সময় হাসপাতালের সব সিসিটিভি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এদিন নির্যাতিতা তরুণীকে তার কেবিন থেকে স্ট্রেচারে করে অস্থায়ী আদালতের ঘরে আনা হয়। হাসপাতালের একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স শুনানি চলাকালীন তার পাশে ছিলেন। যখন বয়ান রেকর্ড করা হয় তখন তাকে বিচারকের দিকে মুখ করিয়ে রাখা হয়েছিল।

 
Electronic Paper