ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টাইগারদের ভবিষ্যৎ হতে পারে ভয়ঙ্কর

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

বিল্ডিংয়ের ফাউন্ডেশন ঠিক না করে যে অংশটুকু দেখা যায় সেটা ইট, বালু, সিমেন্ট আর নানা রঙের মোজাইকে ঢেকে দিলে যা হয়, বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রেও এখন তা-ই হচ্ছে। অতএব কান্নাকাটি কইরা লাভ নাই।

পারলে ভাইরে গিয়া জিগান তিনি সভাপতি হওয়ার পর ৮ বছরেও কেন বাংলাদেশ টানা একযুগ সার্ভিস দেওয়ার মতো একজন খেলোয়াড় পায়নি। মিরাজকে সেরকম সম্ভানাময় মনে হয়েছিল, সে-ও টি-২০ দল থেকে বাদ পড়ে গেল।

মুস্তফিজদের দেশের মাটিতে টেস্ট খেলার যোগ্য মনে করেন না অধিনায়ক সাকিব। লিটন-সৌম্যদের টেস্ট খেলোয়াড় মনে করেন না স্বয়ং ভাই-ই। এদের বাদ দিলে এবং সাকিব, তামিমরা অবসরে গেলে জাতীয় দলের গায়ে যে বিকিনি ছাড়া কিছু থাকবে না সেটা কি তিনি বুঝতে পারছেন?

আজাদ মজুমদার

সাংবাদিক

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper