ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পথ ভুলে ডোবায় ৮২ কেজির বাঘাইড়!

জামালপুর প্রতিনিধি
🕐 ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ির জিগাবাড়ি বাজার সংলগ্ন এক ডোবা থেকে ৮২ কেজি ওজনের এক বাঘইড় মাছ ধরা পড়েছে।

জামালপুরে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ির জিগাবাড়ি বাজার সংলগ্ন একটি ডোবার হাঁটুপানি থেকে বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৮২ কেজি।

স্থানীয়রা জানান, যমুনা নদী থেকে দিক হারিয়ে চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি জিগাবাড়ির এক ডোবায় হাঁটু পানিতে আটকা পড়ে বিশাল আকৃতির এ মাছটি। মঙ্গলবার সকালে স্থানীয় বাহাদুর নামে এক ব্যক্তি প্রথম মাছটি দেখতে পান। পড়ে তিনি সাথে আরও একজনকে নিয়ে জাল দিয়ে মাছটি ধরেন।

পরে মাছটি ভ্যান দিয়ে সানন্দবাড়ির মৌলভীচর মোড়ে বিক্রির জন্য আনেন বাহাদুর। এ সময় আশপাশের উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়।

এদিকে বিক্রির জন্য আনা বিশাল আকৃতির বাগাড় মাছটির দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে স্থানীয়রা ৪৫ হাজার টাকায় মাছটি কিনে সবাই মিলে ভাগ করে নেন বিক্রেতা বাহাদুর।

 

 
Electronic Paper