ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

২০ সেপ্টেম্বর থেকে ফুটপাতে অভিযান শুরু: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার অভিযানের ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘উত্তরা থেকে এ অভিযান শুরু হবে। উচ্ছেদকৃত ফুটপাত জন চলাচলের জন্য নির্বিঘ্ন করা হবে।’ ২০ সেপ্টেম্বর থেকে এ অভিযান শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ থেকে সেক্টর ৪-এর শায়েস্তা খাঁ এভিনিউ কসাইবাড়ি রেলগেট পর্যন্ত সড়কে পাইপ নর্দমাসহ রাস্তা উন্নয়ন’ কাজের উদ্বোধন করে তিনি এ সব কথা বলেন।

উদ্বোধন শেষে উত্তরা ৪নং সেক্টরে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র বলেন, এ উন্নয়ন কাজটি সমাপ্ত হলে উত্তরা ৪নং সেক্টরের বিভিন্ন সড়কের এবং ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশের জলাবদ্ধতা দূর হবে। ডিএনসিসির আওতাধীন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়- এ ধরনের সব এলাকায় পর্যায়ক্রমে জলাবদ্ধতা দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশ দেন ডিএনসিসি মেয়র। নির্মাণকাজ চলাকালে কিছুটা ভোগান্তি সৃষ্টি হবে জানিয়ে কাজটি শেষ হওয়া পর্যন্ত সবার প্রতি তিনি আহ্বান জানান।

 

 
Electronic Paper