ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৃষ্টি শেষে প্রথম বলেই সাঝঘরে সাকিব

খেলা ডেস্ক
🕐 ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

বেলা একটায় শুরু হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পঞ্চম দিনের খেলা। ১৩ বল খেলতে না খেলতে আবারও বাধা দিয়েছে বৃষ্টি। তবে বৃষ্টির বাধা কাটিয়ে খেলা আবারও শুরু হচ্ছে। বিকেল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হয়েছে। খেলা হবে সর্বোচ্চ ১৯ ওভার। বৃষ্টি শেষে পুনরায় মাঠে নেমে জহির খানের করা প্রথম বলেই সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান (৪৪)।

আফগানদের জন্য হতাশার এক দিন আজ। জিততে প্রয়োজন আর ৪ উইকেট। দ্বিতীয় টেস্ট জয়ের হাতছানি থাকলেও বৃষ্টির বাগড়া পণ্ড করে দিতে বসেছে সবকিছুই। সারা সকাল বৃষ্টি হওয়ার পর বেলা ১টায় খেলা শুরু হলেও কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেছে। খেলা আবারও শুরু হওয়ার খবরে তাই আফগানরা যে আনন্দিত, সেটা না বললেও চলছে।

ম্যাচ বাঁচাতে আজ সারা দিন ব্যাটিং করতে হতো বাংলাদেশকে। বৃষ্টিই যেন সারাদিন খেলেছে বাংলাদেশের হয়ে। তবে নতুন করে খেলা শুরু হলে বাকিটা সময় কঠিন পরীক্ষাই দিতে হবে দলকে।

ম্যাচ যদি বাংলাদেশ জিততেও চায়, করতে হবে আরও ২৫৫ রান। ১৯ ওভার খেলা হলে সেটি অসম্ভবই। তবে ম্যাচটা বাঁচানোর চেষ্টা করা যেতেই পারে। সাকিব ৪৪ ও সৌম্য ২ রানে অপরাজিত আছেন এখন।

 
Electronic Paper