ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিজ্ঞান ও প্রযুক্তি

আবু সাঈদ
🕐 ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও প্রযুক্তি বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন হয়ে থাকে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কিছু প্রশ্ন জেনে নিই

১। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
ক. আমিষ খ. স্নেহ
গ.আয়োডিন ঘ. লৌহ
২। প্রবাল এক প্রকার-
ক. এককোষী কীট
খ. এককোষী উদ্ভীদ
গ. বহুকোষী কীট
ঘ. বহুকোষী উদ্ভীদ
৩। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
ক. ঘোড়া খ. বলগা হরিণ
গ. উট ঘ. খেচর
৫। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
ক) মৃদু রঞ্জন রশ্মি খ) বিটা রশ্মি
গ) গামা রশ্মি ঘ) কসমিক রশ্মি
৬। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
ক) ৭০ ভাগ খ) ৭২ ভাগ
গ) ৭৩ ভাগ ঘ) ৮০ ভাগ
৭। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
ক) প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে
খ) অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ) নাইট্রোজেন সরবরাহ করে
ঘ) হাইড্রোজেন সরবরাহ করে
৮। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক) কাঁচা লৌহ খ) ইস্পাত
গ) অ্যালুমিনিয়াম ঘ) কোবান্ট
৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
ক) গামা রশ্মি খ) মাইক্রোওয়েভ
গ) অবলোহিত বিকিরণ
ঘ) আলোক তরঙ্গ
১০। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক) লৌহ খ) ইউরেনিয়াম
গ) প্লুাটোনিয়াম ঘ) নেপচুনিয়াম
১১। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
ক) শূন্যতায় খ) কঠিন পদার্থে
গ) তরল পদার্থে
ঘ) বায়বীয় পদার্থে
১২। কম্পিটারের আবিষ্কারক হলেন
ক) রনজন
খ) জন এল বিয়ার্ড
গ) হফম্যান
ঘ) হাওয়ার্ড এইকেন
১৩। ইন্টারনেট কবে থেকে চালু হয়?
ক) ১৯৮১ সাল খ) ১৯৬০ সাল
গ) ১৯৭০ সাল ঘ) ১৯৬৯
১৪। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
ক) যকৃত খ) ত্বক
গ) স্নায়ু ঘ) কিডনি
১৫। কোন রং বেশি দূর থেকে দেখা যায়?
ক) সাদা খ) কালো
গ) লাল ঘ) হলুদ
১৬। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
ক) নাইট্রোজেন গ্যাস
খ) মিথেন
গ) হাইড্রোজেন গ্যাস
ঘ) কার্বন মনোক্সাইড
১৭। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়
ক) পরমাণু খ) ইলেকট্রন
গ) অণু ঘ) প্রোটন
১৮। সমুদ্র স্রোতের অন্যতম কারণ
ক) বায়ু প্রবাহের প্রভাব
খ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ) সমুদ্রের ঘূর্ণিঝড়
১৯। কাজ করার সামর্থ্যকে বলে
ক) ক্ষমতা খ) কাজ
গ) শক্তি ঘ) বল
২০। হৃদপি- কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
ক. ঐচ্ছিক খ. অনৈচ্ছিক
গ. বিশেষ ধরনের ঐচ্ছিক
ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক
২১। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো
ক) দর্পণের কাজ করে
খ) অতশী কাচের কাজ করে
গ) লেন্সের কাজ করে
ঘ) প্রিজমের কাজ করে।

আবু সাঈদ
২৭তম বিসিএস, প্রশাসন।

উত্তর : ১। ক ২। গ ৩। খ ৪। গ ৫। গ ৬। গ ৭। খ ৮। গ ৯। খ ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। ঘ ১৪। খ ১৫। গ ১৬। খ ১৭। ক ১৮। ক ১৯। গ ২০। ঘ ২১। ঘ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper