ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবার কানাডায় ডোরিয়ানের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানে ক্যাটাগরি-৫-এর শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। এতে সেখানে অর্ধশতাধিক প্রাণহানি ঘটে। নিখোঁজ রয়েছেন এখনো অনেকেই। এবার কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ক্যাটাগরি-২ নিয়ে আঘাত হেনেছে ডোরিয়ান।

এতে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সাড়ে চার লাখের বেশি বাড়িঘর। প্রদেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণও শুরু হয়েছে।

বিবিসির বরাতে জানা যায়, গত শনিবার ঘূর্ণিঝড় ডোরিয়ান কানাডার স্থলভাগে আঘাত হেনেছে। এ সময় কানাডার নোভা স্কোটিয়ার হ্যালিফ্যাক্স এলাকায় বাতাসের তীব্রতা ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

ডোরিয়ানের তাণ্ডবে প্রচুর গাছপালা উপড়ে গেছে। প্রচণ্ড শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যে কানাডার সাড়ে চার লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা।

এর আগে গত রোববার (১ সেপ্টেম্বর) বাহামায় ২৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে ডোরিয়ান।

 
Electronic Paper