ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেনাপোলে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব

বেনাপোল প্রতিনিধি
🕐 ১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

দেশে স্থলপথে যত পণ্য আমদানি-রপ্তানি হয়, তার ৭৫ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় অনেকে আগ্রহ হারাচ্ছেন।

ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য প্রসার করতে হলে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। সেই সঙ্গে বাড়বে আমদানি-রপ্তানির পাশাপাশি সরকারের রাজস্বও।

জানা যায়, দেশে অনুমোদিত স্থলবন্দর আছে ২৩টি। এ মধ্যে সচল রয়েছে ১১টি। ছয়টি সরকারি ব্যবস্থাপনায় আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে। বাকি পাঁচটি চলছে বেসরকারি ব্যবস্থাপনায়। অন্য ১২টি স্থলবন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। সচল ১১টি বন্দরের মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় বেনাপোল থেকে।

জানা গেছে, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ২০১৮-১৯ অর্থবছরে ভারত থেকে ১৮ লাখ ৩৬ হাজার ৯৫৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে।

এসব পণ্য এক লাখ ২২ হাজার ৩৩৫টি ট্রাকে আমদানি করা হয়। একই সময়ে বন্দর থেকে পণ্য খালাস হয়েছে ১৯ লাখ ৯০ হাজার ২৭৮ মেট্রিক টন।

 
Electronic Paper