ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাইলটদের ধর্মঘট

ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

প্রথমবারের মতো বিশ্বব্যাপী টানা দুই দিনের ধর্মঘট পালন করছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) পাইলটরা। এর জেরে নিজেদের সব ফ্লাইট বাতিল করেছে বিএ কর্তৃপক্ষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে পাইলটদের এ ধর্মঘট শুরু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত মাসেই (আগস্ট) দ্য ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বিএএলপিএ) বিএ কর্তৃপক্ষকে সতর্ক করে জানিয়েছিল, তাদের অনুরোধ রাখা না হলে সেপ্টেম্বরে তারা তিন দিনের ধর্মঘটে যাবে। তাদের দাবি, কোম্পানি মুনাফার যে অংশ পাইলটদের দিচ্ছে, তার পরিমাণ বাড়ানো।

তবে তাদের সতর্কতা সত্ত্বেও ব্যাপারটি গুরুত্ব দেয়নি বিএ কর্তৃপক্ষ।

যার জেরে টানা দুই দিনের ধর্মঘট পালন করছে ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা।

 
Electronic Paper