ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খুনি মোরগ

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৯, ২০১৯

৭৬ বছরের এক বৃদ্ধাকে ঠুকরে মারল তারই পোষা মোরগ। ঘটনাটি ঘটেছে অস্টেলিয়ায়। সম্প্রতি ফরেনসিন সায়েন্স নামে একটি মেডিকেল জার্নালে এ খবর প্রকাশিত হয়। এর পরই হতবাক প্রাণী বিশেষজ্ঞরা, তারা ওই পোষা মোরগটিকে ‘খুনি’ দাবি করেছেন।

জানা যায়, পরিবারের আপত্তি সত্ত্বেও সাধ করেই বাড়িতে একটি মোরগ পুষেছিলেন ওই বৃদ্ধা। এমনিতে সব ঠিকই ছিল। কিন্তু, কিছুদিন আগে নিজের মুরগি ফার্মে পড়ে থাকা ডিমগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করছিলেন তিনি। সে সময় তার পা জড়িয়ে ধরে ক্রমাগত ঠোকর মারতে থাকে পোষা মোরগটি। এর জেরে ফুটো হয়ে যায় বৃদ্ধার ধমনী। আর সেখান থেকে হওয়া ক্রমাগত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তার।

ওই জার্নালে প্রকাশিতে প্রবন্ধে বিশেষজ্ঞরা জানান, এর আগে ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তির ওপর চড়াও হয়েছিল লড়াইয়ে অংশ নেওয়া এক মোরগ। তারপর ডানায় আটকানো ছুরি দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করেছিল খুনি মোরগ।

 
Electronic Paper