ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জার্মানিতে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ব্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

ধারাবাহিকভাবে সচেতনতা সৃষ্টির কারণে জার্মানিতে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমছে। তবে যে হারে কমছে তা যথেষ্ট ভালো হলেও তাতে সন্তুষ্ট নয় সরকার। তাই পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের ব্যাগ নিষিদ্ধ করার আইন প্রণয়নের প্রস্তুতি শুরু হয়েছে। ডয়েচে ভ্যালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানোর আলোচনায় ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা হয় জার্মান সরকারের। তারপর থেকে এ ধরনের ব্যাগের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমছে।

২০১৫ সালের তুলনায় বর্তমানে এর ব্যবহার এখন শতকরা অন্তত ৬৪ ভাগ কমেছে জার্মানিতে।

তবে পরিবেশমন্ত্রী সেভনা শুলৎসে মনে করেন, এতে সন্তুষ্ট না হয়ে প্লাস্টিকের ব্যাগ যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি নিষিদ্ধ করা দরকার। ২০২০ সালের মধ্যেই তা করতে চান জানিয়ে গত শুক্রবার তিনি বলেন, ‘প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করার এখনই সময়।’

 
Electronic Paper