ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চন্দ্রযান-২ ‘মিশন ব্যর্থ’

কাঁদলেন ইসরোর চেয়ারম্যান, পাশে সবাই

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

চাঁদে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান-২। এতে এক প্রকার মুষড়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা।

ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে প্রায় সারারাত জেগে গোটা ঘটনা দেখার পরে শনিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আটকে যান প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। ইসরোর চেয়ারম্যান কে শিবনও শেষমেশ নিজেকে ধরে রাখতে পারলেন না। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি। এই ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং থিংক ট্যাংক প্রীয়াঙ্কা গান্ধীও ইসরোর সঙ্গে আছেন। মমতা ব্যানার্জী কটাক্ষ করেও বিজ্ঞানীদের পক্ষ নিয়েছেন।

এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি টুইটে মন্তব্য করেছেন, ‘এই পরিশ্রম বিফলে যাবে না।’

থিংকট্যাক প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘চলার পথে ছোটখাটো বিপত্তি অনেক আসবে। সেগুলোকে তুচ্ছ করে এগিয়ে যেতে হবে।’

আর পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কটাক্ষ করলেও ইসরোর সঙ্গেই আছেন বলে জানিয়েছেন।

 
Electronic Paper