ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবচেয়ে ছোট ঘোড়া

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

অবাক হওয়ার কিছু নেই। ছবির এ ঘোড়াটিই বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়ার তকমা পেয়েছে। ইতিমধ্যে তার নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘোড়াটির নাম ‘বোম্বেল’, বাস পোল্যান্ডের লজ শহরে। প্রাপ্তবয়স্ক ঘোড়ার গড় উচ্চতা হয় সাড়ে চার থেকে ছয় ফুটের কাছাকাছি। বোম্বেলের উচ্চতা মাত্র ১ ফুট ১০ ইঞ্চি।

ঘোড়াটির মালিক প্যাট্রিক ও তার স্ত্রী কাতারজিনা জিয়েলিন্সকা নামের এক পোলিশ দম্পতি। ঘোড়াটিকে তারা প্রথম দেখেন ২০১৪ সালে এবং তখন ঘোড়াটির বয়স মাত্র দুই মাস। এরপর থেকে তারাই পালছেন বোম্বেলকে।

কাতারজিনা বলেন, ‘আমরা ভেবেছিলাম, ঘোড়াটির কোনো সমস্যা হচ্ছে। যখন ওর বয়স বাড়ছিল, আমরা দেখলাম ওর যতটা লম্বা হওয়া উচিত, ততটা হচ্ছে না। তখনই আমরা ভাবলাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যোগাযোগ করা যেতে পারে। আর যোগাযোগ করার পর জানতে পারলাম বোম্বেলের চেয়ে ছোট ঘোড়া পৃথিবীতে নেই।’

 
Electronic Paper