ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রশান্ত মহাসাগরে পরিত্যক্ত দ্বীপনগর

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৮, ২০১৯

প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে ৯২টি দ্বীপ নিয়ে গঠিত রহস্যময় নগর। মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ রূপে যোগাযোগ বিচ্ছিন্ন। অথচ একসময়ে নাকি এই দ্বীপেই নগর বানানো হয়েছিল। বসবাস করতেন অন্তত ১০০০ মানুষ। যদিও এখন এই দ্বীপ নগর পরিত্যক্ত অবস্থায় আছে।

প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত জুড়ে ইয়াপ, চাক, ফোঁপে এবং কসরি অঞ্চল নিয়ে গঠিত আমেরিকার সঙ্গে যুক্ত স্বাধীন দেশ মাইক্রোনেশিয়া।

মাইক্রোনেশিয়ার এই চারটি অঞ্চল মোট ৬০৭টি দ্বীপ নিয়ে তৈরি। তার মধ্যে ফোঁপের ৯২টি দ্বীপ নিয়ে ওই নগরের পত্তন হয়েছিল। বিশালাকার ব্যাসল্ট শিলা দিয়ে এই নগর বানানো হয়েছিল। ৯২টি দ্বীপই একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল।

ঐতিহাসিক এই দ্বীপনগরের নাম ছিল ‘ন্যান মাদল’। ‘ভেনিস অফ দ্য প্যাসিফিক’ নামেও ডাকা হয় একে। বিশালাকার ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত এই দ্বীপনগরে একসময়ে ১০০০ জন মানুষের বাস ছিল যা এখন পুরোপুরি পরিত্যক্ত।

 
Electronic Paper