ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আত্রাই বাজারে দেশি মাছ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
🕐 ৮:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

পানি কমতে শুরু করেছে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন খাল-বিল ও নদীতে। তাই জেলের জালে ধরা পড়ছে দেশি মাছ। ফলে উপজেলার বিভিন্ন বাজারে উঠছে এসব মাছ। হাতের নাগালেই পাওয়া যাচ্ছে টেংরা, বাতাসি, কৈ, বোয়াল, আইড়, পাবদা, শোল, খলিশা, সরপুঁটি, গচি, শিং, রুই, কাতল, মৃগেলসহ প্রায় ৩০-৪০ প্রজাতির দেশি মাছ।

দাম কোথাও একটু বেশি আবার কোথাও কম। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে বেচাকেনা। পাইকাররা আসেন বাজারে। দেশি মাছের বাড়তি চাহিদা থাকায় নিচ্ছেন অন্য কোনো বাজারে।

আত্রাই মাছ বাজার সমিতির সাধারণ সম্পাদক মজনু আকন্দ অভিযোগ করে বলেন, ভোরবেলা হাট বসার কারণে দূর-দূরান্তের পাইকারদের রাতেই হাটে এসে থাকতে হয়। কিন্তুএখানে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। টাকা-পয়সা নিয়ে পাইকাররা নিরাপত্তাহীনতার মধ্যে রাত যাপন করেন।

এ জন্য হাটে পাইকারদের থাকার ব্যবস্থা করার জন্য সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 
Electronic Paper