ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়ক যেন ময়লার স্তূপ

বি এম রাকিব হাসান, খুলনা
🕐 ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

খুলনা মহানগরীতে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে নগরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। মহানগরীর অধিকাংশ মূল সড়ক ঘেঁষে ময়লা-আবর্জনার স্তূপ।

নগরীর গোয়ালখালী কবরস্থান সংলগ্ন রোড, কেডিএ এভিনিউ রোড, সদর হাসপাতালের সামনের সড়ক ছাড়াও পিটিআই মোড়, নিরালা মোড়, বাদশা মিয়া ক্লিনিকের সামনে, খালিশপুর ফায়ার ব্রিগেডের পাশে, খালিশপুর কাস্টমস অফিসের পাশে, ফারাজীপাড়া মোড়, নতুন বাজার, তেঁতুলতলা কদমতলা, হোটেল সিটি ইনের বিপরীত পাশে, জিলা স্কুলের সামনেসহ আরও বেশকিছু জায়গায় বর্জ্য পড়ে থাকে সারাদিন।

বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটির নিচেও ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়। যা প্রধান সড়কের উপরও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। অনেক জায়গায় ময়লা আবর্জনা ফেলার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বসানো হয়েছে বড় আকারের ডাস্টবিন। কিন্তু ডাস্টবিনে না ফেলে ফুটপাতেই ময়লা ফেলছেন কিছু মানুষ।

কেসিসি সূত্র জানায়, খুলনা মহানগরীতে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ মেট্রিক টনের মতো বর্জ্য জমা হয়।

 
Electronic Paper