ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মামলা জিতেছে মোরগ

ডেস্ক রিপোর্ট
🕐 ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

সময় অসময় ডাকার অভিযোগ হওয়া এক মামলা দিতেছে একটি মোরগ। সম্প্রতি ফ্রান্সের একটি আদালত রায় দিয়েছেন ‘মরিস’ নামে এক গলাবাজ মোরগের কণ্ঠরোধ করা যাবে না।

বিরক্ত প্রতিবেশীদের অভিযোগ নাকচ করে আদালত বলেছেন, ‘মরিস যখন খুশি গলা ছেড়ে ডাকতে পারবে।’ বিবিসির বরাতে জানা যায়, ফ্রান্সে আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী ওলেরন দ্বীপে নিয়মিত ছুটি কাটাতে যাওয়া অবসরপ্রাপ্ত এক দম্পতি মরিসের ডাক থামাতে আদালতে মামলা করেছিলেন।

তবে তারা সফল তো হনইনি, উল্টো আদালত তাদের ক্ষতিপূরণ ও মামলা বাবদ এক হাজার ডলারের বেশি খরচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলা ফ্রান্সে ব্যাপক সাড়া ফেলেছে। তবে মোরগের মালিক করিন ফেসে্যাঁ বলেন, এর আগে মরিসের ডাক নিয়ে কেউই কখনো অভিযোগ করেননি।

 
Electronic Paper