ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দোয়া কবুলের শর্ত কী?

খোলা কাগজ ডেস্ক
🕐 ১১:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৭, ২০১৯

প্রশ্নটি করেছেন খালেদুর রহমান, হরিরামপুর, মানিকগঞ্জ থেকে।

মুসলমান হিসেবে আমরা কমবেশি সবাই দোয়া করি। তবে দোয়া কবুলের কিছু শর্ত বা আদব রয়েছে। যেমন- পবিত্রতাসহ দোয়া : পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহতায়ালা সেই দোয়া কবুল করবেন।

বিনয়ের সঙ্গে দোয়া করা : বিনয়ের সঙ্গে দু-হাত তুলে দোয়া করা। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, ‘আল্লাহতায়ালার কাছে হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া কর। হাত উল্টো কর না। দোয়ার শেষে উত্তোলিত হাত মুখম-লে বুলিয়ে নাও।’ -আবু দাউদ।

মিনতিভরা কণ্ঠে দোয়া করা : মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য হয়। দু-হাত তুলে দোয়া করা : বিনয়, নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দু-হাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দু’হাতের মধ্যে ২/১ আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে। হাদিস শরিফে বর্ণিত আছে, ‘যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয়, তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন।’

আল্লাহর প্রশংসা ও দরুদ শরিফসহ দোয়া করা : আল্লাহর প্রশংসা ও দরুদ শরিফসহ দোয়া করা।

 
Electronic Paper