ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আজাদুর রহমান
🕐 ৩:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০১৯

মডেল প্রশ্ন
সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
গতকালের পর
৪। কাঠামোবদ্ধ প্রশ্ন (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখ :) ৬ x ৮ = ৪৮
ক. কীভাবে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করা যায়? জনসংখ্যা সমস্যার পাঁচটি সমাধান
লেখ। ১ + ৫ = ৬
খ. বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদীভাঙনের প্রবণতা রয়েছে? কেন? ২ + ৪ = ৬
গ. First Aid অর্থ কী? গ্যাসের চুলা ব্যবহারের পর কী করা উচিত?
বাড়িতে দুর্ঘটনার হাত থেকে তুমি কীভাবে নিজেকে রক্ষা করবে, চারটি
বাক্যে লেখ। ১ + ১ + ৪ = ৬

ঘ. CASE- এর পূর্ণরূপ লেখ। কোন সংস্থা বাংলাদেশে ‘CASE’ পরিচালনা করে?
CASE সম্পর্কে তিনটি
বাক্য লেখ। ২ + ১ + ৩ = ৬
ঙ. ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম কী? ম্রোরা কোন ধর্মাবলম্বী? ম্রোদের খাদ্য ও পোশাক সম্পর্কে দুটি করে বাক্য লেখ। ১ + ১ + ৪ = ৬
চ. পলাশি যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের পাঁচটি ফলাফল লেখ। ১ + ৫ = ৬
ছ. টাঙ্গাইল জেলার কাগমারি কেন বিখ্যাত? বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির
শিল্পের পাঁচটি গুরুত্ব লেখ। ১ + ৫ = ৬
জ. মুক্তিফৌজ কী? মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১১ জুলাই একটি
বাহিনী গঠিত হয়। এ বাহিনীর নাম কী? এ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
বাহিনীটি সম্পর্কে তিনটি বাক্য
লেখ। ১ + ১ + ১ + ৩ = ৬
ঝ. সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত? প্রাচীন বাংলায় সোনারগাঁওকে
রাজধানী করা হয়েছিল কেন? সোনারগাঁওয়ের ঐতিহ্য রক্ষায় আমাদের তিনটি
করণীয় লেখ। ১ + ২ + ৩ = ৬
ঞ. কোন পরিস্থিতিতে
সুনামি ও বন্যা হতে পারে? ভূমিকম্পের সময় পাঁচটি করণীয় লেখ।

আজাদুর রহমান, সিনিয়র শিক্ষক
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড
কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper