ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রেমবীজ

রেজাউদ্দিন স্টালিন
🕐 ১১:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০১৯

ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না মনে?
প্রেমবীজ ছিল পাশাপাশি দর্পণে,
চোখের চকিত কথারা অব্যাহত
ভেসে উঠছিল বিনীত প্রস্রবণে।

ক্লেদ ছিল যত পাশব কদর্যতা,
তারো চেয়ে ঢের আলোকসামান্যতা
দেখালো হৃদয় অদম্য সংকটে
প্রেম ও ঘৃণার ঘনিষ্ঠ সখ্যতা।

বিশ্বাস ছিল বেদনার চেয়ে বেশি,
প্যারাডিম ভাঙা প্রবল স্বপ্নপেশি
জেগে উঠছিল নতুন ধারণা নিয়ে
কোয়ান্টামের কামার্ত এলোকেশী।

মনোভূমিজুড়ে কম্পিউটার মরু
এগিয়ে আসছে দ্রিমি দ্রিমি ডম্বরু,
হতাশায় খাওয়া প্রেম ও ঘৃণার আয়ু
দীর্ঘ করছে কবিতা কল্পতরু।

 
Electronic Paper