ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পোকাখেকো গাছ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

‘সানডিউ’ নামের এক প্রকার পোকাখেকো উদ্ভিদ পাওয়া যায় যুক্তরাজ্যের একটি এলাকায়। উদ্ভিদবিজ্ঞানীরা বলছেন, অনেক আগে বিশ্বের বিভিন্ন স্থানে পাওয়া যেত সানডিউ। কিন্তু আর্দ্র ভূমি কমে যাওয়ায় উদ্ভিদটি অনেক এলাকায় বিপন্ন হয়ে যায়। এখন উদ্ভিদটির পুনরুৎপাদনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

সানডিউ দেখতে আকর্ষণীয় ও সুন্দর। এর কর্ষিকাগুলো (লম্বা শুঁড়জাতীয় অংশ) বিভিন্ন ধরনের পতঙ্গ আটকে ফেলে এবং ক্রমেই তা হজম করে নেয়। যুক্তরাজ্যে সানডিউয়ের মতো মাংসাশি প্রজাতির আরও উদ্ভিদ রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘ইনসেক্টভোরাস প্লান্ট’ (পতঙ্গখেকো উদ্ভিদ) নামে ডারউইনের এইট বই প্রকাশিত হয় ১৮৭৬ সালে।

তিনি বইয়ে পোকাখেকো উদ্ভিদের নাম দেন ‘দ্রোসেরা’। এই দ্রোসেরাই পরে বিশ্বের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে পরিচিতি পায়। এক সময় ইংল্যান্ডের সর্বত্র পাওয়া যেত সানডিউ। ভূমি ব্যবস্থাপনার পরিবর্তনের কারণে জলা ও আর্দ্র ভূমি শুষ্ক ভূমিতে পরিণত হয়।

এ কারণে মাংসখেকো উদ্ভিদটি দ্রুত হারিয়ে যেতে থাকে। স্কটল্যান্ড ও ওয়েলসে বেশি দেখা যেত এ উদ্ভিদ।

 
Electronic Paper