ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সবচেয়ে দামি হীরা

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৬, ২০১৯

‘ফ্লোরেনটাইন’ ডায়মন্ড খনি থেকে উদ্ধার হওয়া সবচেয়ে মূল্যবান হীরা। আকারে ও দামে কোহিনূরের থেকেও যা কয়েক গুণ বেশি ফ্লোরেনটাইন। ১০৫ দশমিক ৬ ক্যারেট কোহিনূরের ওজন ২১ দশমিক ১২ গ্রাম। হলুদ রঙের এই ফ্লোরেনটাইন হীরা ১৩৭.২৭ ক্যারেটের এবং ওজন ২৭.৪৫ গ্রাম।

কোহিনূর শোভা পাচ্ছে লন্ডনের মিউজিয়ামে। কিন্তু ফ্লোরেনটাইন কোথায় আছে, কী অবস্থায় রয়েছে তা একেবারেই অজানা। ১৬৫৭ সালে গ্রান্ড ডিউক অব তাসখনির শোভাযাত্রায় এই হীরা দেখা গিয়েছিল।

তারপর হাত ঘুরে তা চলে যায় ভিয়েনায়। তখনই তার মূল্য ছিল প্রায় সাড়ে ৫ কোটি টাকা। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রিয়া সাম্রাজ্যের পতনের পর শাসক প্রথম চার্লস নিজের সঙ্গে এই হীরা সুইজারল্যান্ডে নিয়ে যান। এরপর থেকেই আর খোঁজ নেই ফ্লোরেনটাইন ডায়মন্ডের।

 
Electronic Paper