ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আজাদুর রহমান
🕐 ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৫, ২০১৯

মডেল প্রশ্ন, সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ১০০
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ : ২ x ১৫ = ৩০
ক. কীভাবে প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি করা যায়?
খ. মাতৃতান্ত্রিক বলতে কী বোঝ?
গ. পৃথিবীতে বাংলাদেশসহ কয়টি দেশ আছে? জাতিসংঘের প্রধান শাখা কয়টি?
ঘ. সার্ক সম্পর্কে একটি মজার তথ্য লেখ।
ঙ . বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ কৃষির ওপর নির্ভরশীল?

চ. মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান কী ছিল? মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিল?
ছ. কীভাবে বাংলার ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে?
জ. বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে দুর্বল করার জন্য ব্রিটিশরা কী করেছিল?
ঝ. শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁও- এ লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন কেন?
ঞ. বাংলাদেশের প্রধান দুটি কৃষিজাত দ্রব্যের নাম লেখ।
ট. বাংলাদেশের মানুষ চাহিদামতো চিকিৎসা সেবা পায় না কেন?
ঠ. জলবায়ু কাকে বলে?
ড. বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় কেন?
ঢ. জাতিসংঘ কেন সকলের অধিকার প্রতিষ্ঠা করতে চাইল?
ণ. ১৯০৮ সালে শ্রমিক ইউনিয়নের নারীরা প্রতিবাদ সমাবেশ করে কেন?
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর (১২টি প্রশ্নের উত্তর দাও) : ১ x ১২ = ১২
ক. প্রতি বছর ১৪ ডিসেম্বর - পালন করা হয়।
খ. নবাব সিরাজ-উদ-দৌলা - বয়সে বাংলার নবাব হন।
গ. ১৮৩১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে - পরাজিত ও নিহত হন।
ঘ. বঙ্গভঙ্গ রদ করা হয়- সালে।
ঙ. পাকশি কাগজ মিলে- দিয়ে কাগজ তৈরি করা হয়।
চ. জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট প্রধান কারণ -।
ছ. আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি থাকে।
জ. অটিস্টিক শিশুরা- সমস্যায় আক্রান্ত।
ঝ. শিশু শ্রমিকরা সাধারণত -অধিকার থেকে বঞ্চিত হয়।
ঞ. নারী জাগরণের- বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে।
ট. পাঠ্যপুস্তক অনুযায়ী বাংলাদেশের শতকরা - নারী।
ঠ. একজন নাগরিক - মাধ্যমে শাসন কাজে অংশগ্রহণ করেন। ড. - জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। ঢ. সার্ক - সালে গঠিত হয়।
৩। বামপাশের বাক্যাংশের সঙ্গে ডানপাশের বাক্যাংশ মিল কর : ২ x ৫ = ১০
বামপাশ
(ক) ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়
(খ) স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি
(গ) ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম
(ঘ) মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান
(ঙ) মুক্তিবাহিনী গঠন করা হয়
ডানপাশ
১৯৭১ সালের ১১ জুলাই
জয় বাংলা
মুজিবনগর সরকার
অপারেশন সার্চ লাইট
শহিদ বুদ্ধিজীবী দিবস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মুক্তিফৌজ (চলবে)

আজাদুর রহমান, সিনিয়র শিক্ষক
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper