ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেএসসি

গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নোত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সুধীর বরণ মাঝি
🕐 ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০১৯

১। GPS-কে কোনটি সংকেত পাঠায়?
ক) চাঁদ খ) মঙ্গলগ্রহ
গ) বুধগ্রহ ঘ) কৃত্রিম উপগ্রহ
২। বাংলা সার্চ ইঞ্জিনের নাম কী?
ক) Yahoo খ) Pipilika
গ) Bing ঘ) Google
৩। ই-মেইল ঠিকানা খুলতে প্রয়োজন-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট সংযোগ
iii. ই-মেইল সেবাদাতা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। নতুন মেইল পাঠানোর জন্য কোনটি নির্বাচন করতে হয়?
ক) Inbox
খ) Send a new mail
গ) Compose mail
ঘ) Send Item
৫। ই-মেইল ঠিকানা লেখার বিশেষ ক্যারেকটার কোনটি?
ক) ঢ খ) +
গ) = ঘ) —
৬। পৃথিবীর যাবতীয় বই কী আকারে সংরক্ষিত থাকবে?
ক) ই-কালেকশন খ) ইন্টারনেট
গ) ই-লাইব্রেরি ঘ) ই-বুক
৭। অষ্টম শ্রেণির সব বই এনসিটিবির কোথায় রাখা আছে?
ক) ভাণ্ডারে খ) ওয়েবসাইটে
গ) গুদামে ঘ) কম্পিউটার
৮। দুর্ঘটনার পর সুজয়ের বাবার জন্য কী দরকার পড়ে?
ক) সেবার খ) দেশে ফেরার
গ) রক্তের ঘ) টাকার
৯। দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের প্রধান হাতিয়ার কী?
ক) দক্ষতা খ) তথ্য
গ) গবেষণা ঘ) শিক্ষা ও স্বাস্থ্য
১০। ই-মেইল পড়ার সময় কোনটি?
ক) বিকেল খ) সকাল
গ) রাত ঘ) যেকোনো সময়
১১। পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত হবে?
ক) ৬ থেকে ৩২ বর্ণের মধ্যে
খ) ৬ থেকে ৩৪ বর্ণের মধ্যে
গ) ৬ থেকে ৩৮ বর্ণের মধ্যে
ঘ) ৬ থেকে ৩৬ বর্ণের মধ্যে
১২। পাসওয়ার্ডকে সুরক্ষিত করতে ব্যবহার করতে হয়-
i. বর্ণ ও সংখ্যা ii. বিশেষ ক্যারেক্টার
iii. small letter ও capital letter
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। @ চিহ্ন পরের অংশটি দ্বারা কী বোঝায়?
ক) ডোমেইন খ) ব্যবহারকারীর নাম গ) ওয়েবসাইটের নাম
ঘ) টপলেভেল ডোমেইন
১৪। বর্তমানে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার বিষয়টি কিসে পরিণত হয়েছে?
ক) সার্ভারে খ) জটিল বিষয়ে
গ) ডকুমেন্টে গ) সাধারণ বিষয়ে
১৫। মেইল বক্স থেকে ই-মেইলটি যখন ইচ্ছা খুলে পড়তে পারে কে?
ক) ব্রাউজাররা খ) ব্লগাররা
গ) ঠিকানাটি যার গ) যে কেউ
১৬। আইডি লেখা শুরু করতে হয় কী দিয়ে?
ক) বর্ণ খ) সংখ্যা
গ) চিত্র গ) ডট
উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
লিয়াকত সাহেব বাসে করে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা বাজারের কাছে এলে বাস রাস্তার খাদে পড়ে গেল। এতে বাসের বেশিরভাগ যাত্রী মারাত্মক আহত হয়। তিনি তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি জানিয়ে দিলেন। অনেকে খবরটি জানতে পেরে সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য এগিয়ে এলেন।
১৭। লিয়াকত সাহেবের ব্যবহৃত মাধ্যমটি কী?
ক) সার্চ ইঞ্জিন খ) ইলেকট্রনিক যন্ত্র
গ) সামাজিক যোগাযোগ মাধ্যম
ঘ) কম্পিউটার
১৮। ওয়েবসাইট ব্যবহারের জন্য প্রয়োজন-
i. ICT যন্ত্র ii. ATM card
iii. Search Engine
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। তারবিহীন ওয়্যারলেস সার্ভিসকে কী বলে?
ক) জিপিএস
খ) ওয়াই-ফাই
গ) ইন্টারনেট
ঘ) ওয়াইম্যাক্স
২০। ল্যাপটপের পর ছোট হয়ে কী তৈরি হলো?
ক) স্মার্টফোন খ) ল্যাপটপ
গ) নোটবুক ঘ) ৩জি মোবাইল

সুধীর বরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় চাঁদপুর।

উত্তর : ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. গ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper