ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাস্তায় ঘুরছেন মহাকাশচারী

ডেস্ক রিপোর্ট
🕐 ১১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৪, ২০১৯

চাঁদের বুকে হাঁটছেন মহাকাশচারী। এবড়ো-থেবড়ো চন্দ্রপৃষ্ঠে খুব বুঝেশুনে পা ফেলতে হচ্ছে তাকে। অত্যন্ত সন্তর্পণে এগিয়ে চলেছেন তিনি। কিন্তু একী! তার ঠিক পাশ দিয়ে চলে গেল একটি অটো! পেছনে আরও দু-একটা গাড়ি দাঁড়িয়ে।

ব্যাপারটা কী? না, চন্দ্রপৃষ্ঠ নয়, আসলে ভারতের বেঙ্গালুরুর একটি রাস্তা দিয়েই মহাকাশচারীর পোশাক পরে ঘুরছেন এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে একটি ভিডিও। এই এটিই এখন চর্চার বিষয়।

ভারতের সংবাদ মাধ্যমের খবর, সেখানকার এক চিত্রশিল্পী থ্রি ডি স্ট্রিট আর্টের মধ্য দিয়ে এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে তার ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করেছেন। আসলে শহরের রাস্তার বেহাল দশা সরকারের সামনে তুলে ধরতেই এমন অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি। রাস্তার মধ্যে খানাখন্দ পেরিয়ে প্রতিদিন এভাবেই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে।

আর বৃষ্টিতে সেখানে জল জমে গেলে তো আর কথাই নেই। দিনের পর দিন পথঘাটের এমন করুণ অবস্থা দেখেও কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আর তাই একেবারে অন্যরকমভাবে প্রতিবাদ জানিয়েছেন চিত্রশিল্পী বাদল।

 
Electronic Paper