হাসতে হাসতে ছুরি মারা, নিদেনপক্ষে চিমটি কাটা হয় অনেক সময়েই। কারও কোনো শারীরিক বা মানসিক বা দক্ষতার ত্রুটি বা অসামঞ্জস্যকে নিয়েও হাসাহাসি করা হয় প্রায়ই। কারও ভাষাপ্রয়োগ নিয়েও বিস্তর রঙ্গ করা হয়।
এসবকে অনুকরণ-অভিনয় করে অর্থাৎ ভেঙিয়ে ব্যঙ্গ করা হয়। হাস্য-রসিকতা কোনো গোষ্ঠী, সম্প্রদায় বা জাতির নিন্দা-বিদ্রুপ-মশকরায় পর্যবশিত কখনো কখনো। হাস্যরস অনেক সময়েই অন্য কারও তীব্র মনোবেদনার কারণ হতে পারে।
সৈয়দ তারিক
কবি