ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাষা বিভ্রাট

অভিজিত বড়ুয়া বিভু
🕐 ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০৩, ২০১৯

ক্লাস নাইনে পড়ুয়া ছেলের এমন অধঃপতন হবে ভুলেও ভাবেনি। কথায় কথায় শুধু লাল... লাল...।
-আরে লাল নয়তো। ...ল। ...ল।

-দূর। আপনিও না! আপনার মাথাও গেছে। মুখে কোনো কথা আটকায় না। আশপাশের কেউ শুনলে!
-আমার মাথা আবার কই গেল? কারে দিলাম। আমি তো ঠিক আছি।
-ফাজলামি কথা বাদ দেন। ছেলের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেবেন তাই বলেন?
স্বামীকে বসিয়ে রেখে স্ত্রী গেল ছেলের খোঁজ নিতে।
অনেকটা গেল আর এলো এ অবস্থা। স্বামীর কাছে স্ত্রী ফিরে এলো রাগ হয়ে। স্বামী প্রশ্ন করল, কই, তোমার ছেলে কই। সঙ্গে এলো না!
-না এলো না। পাড়ার ছেলেরা মিলে ক্রিকেট খেলবে বলে আমার কাছ থেকে একশ’ টাকা নিয়ে গেল। আর কী বলল জানেন?
-কী বলল!
-আমি যখন টাকা দিতে চাইনি তখন বলল, আরে বাল বুঝ না কেন, ক্রিকেট ম্যাচ খেলতে টাকা লাগে। এ কথায় রেগে যাওয়ায় আপনার ছেলে আবার কী বলল জানেন- লক্ষ্মী মা, আমার বাল মানে তো চুল। হিন্দিতে....।
-হা হা হা...।
-আপনি হাসছেন। ছেলের বাজে কথায় মজা নিচ্ছেন? কিন্তু...।
-আরে দূর। হয়তো কোনো বাজে ছেলের সঙ্গে মিশতে গিয়ে অভ্যাসটা পেয়ে বসেছে। সময়ে ঠিক হয়ে যাবে।
-অ তাই! যতসব বালমূর্খের দল!

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper