ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জান্নাত-জাহান্নামের অবস্থান কোথায়?

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ০৩, ২০১৯

প্রশ্নটি করেছেন অহনা অনন্যা, আম্বরখানা, সিলেট থেকে

জান্নাত-জাহান্নাম বর্তমানে বিদ্যমান আছে। হজরত আনাস (রা.) মিরাজের ঘটনায় রসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, রসুলুল্লাহ (সা.) বলেন, তারপর জিবরিল (আ.) আমাকে নিয়ে চলতে থাকেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলে তাকে কতক রং এসে ঢেকে ফেলে। আমি বুঝতে পারিনি এটি কী?

তিনি বলেন, ‘তারপর আমি জান্নাতে প্রবেশ করলাম’। জান্নাতকে আমি দেখতে পেলাম, মণি-মুক্তার গম্বুজ। আরও দেখতে পেলাম, জান্নাতের মাটি হলো মিসক।’ (বুখারি, হাদিস-৩৪৯; মুসলিম, হাদিস-১৬২)।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করার পর জিবরিল আলাইহিস সালামকে জান্নাতে পাঠান এবং বলেন, তুমি জান্নাতের দিকে তাকাও এবং দেখ আমি জান্নাতে জান্নাতিদের জন্য কী কী প্রস্তুত করে রেখেছি। (তিরমিযি, হাদিস-২৫৬০; নাসায়ী, হাদিস-৩৭৭২)।

 
Electronic Paper