ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তিতাস নদীতে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ৯:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ০২, ২০১৯

নদীমাতৃক বাংলাদেশের গ্রাম-বাংলার লোকজ সংস্কৃতির অংশ নৌকাবাইচ। যা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের উৎসব। মাঝে বন্ধ থাকলেও প্রতি বছরের মতো তিতাস নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে ভিড় জমান কয়েক লাখ মানুষ।

সারাবছর শহর ও গ্রামাঞ্চলের মানুষ নৌকাবাইচের অপেক্ষায় দিন কাটান। এরই ধারাবাহিকতায় তিতাস নদীর নদীতে গত রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মো. শাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও এবং বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মোকাই আলী।

 
Electronic Paper