ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উল্লাপাড়ায় খোলা হয়নি পাট ক্রয় কেন্দ্র

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাটের ভরা মৌসুম শুরু হলেও পাট বন্দরের এখনো ক্রয় কেন্দ্র খোলা না হওয়ায় বিপাকে পড়েছেন ও ব্যবসায়ীরা। ঐতিহ্যবাহী পাট বন্দর বণিক সমিতি গঠন হয়ে ছিল ২১৮ বছর আগে।

দেশের দ্বিতীয় বৃহত্তম পাট বন্দরের পরিচিতি ও সুনাম এখনো অক্ষুন্ন থাকলেও নেই আগের মতো জমজমাট পাটের ব্যবসা। প্রায় আড়াইশ বছরের এ বন্দর অতীত ঐতিহ্যের অনেক কিছুই এখন হারিয়ে যাওয়ার পথে।

এক সময় এ অঞ্চলের জমজমাট সোনালী আঁশের পাট বন্দরটি এখনো অতীতের স্মৃতি ধরে আছে। এখানকার পুরানো গুদামগুলো পাট ব্যবসায় সমৃদ্ধির অনেকটা নীরব সাক্ষী হয়ে আছে। পাট ক্রয়ের মৌসুমে বন্দরের পাট কেনা-বেচা চললেও এখনো সরকারি কোন পাট ক্রয় কেন্দ্র খোলা হয়নি।

সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সরকার, সদস্য পাট ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম আরজু, মো. আব্দুর রউফ সরকারসহ কয়েকজন জানান, উল্লাপাড়ার অনেক পাট ব্যবসায়ীদের বকেয়া পাওনা টাকা বছরের পর বছর ধরে আটকে আছে। তাদেরকে পাওনা টাকা পরিশোধ করা হচ্ছে না।

তাদের হিসেবে সরকারি বিভিন্ন পাট কলের কাছে স্থানীয় ব্যবসায়ীদের বকেয়া পাওনা টাকার পরিমাণ ৫০ থেকে ৫৫ কোটি টাকা হবে বলে জানানো হয়। পাট ব্যবসায়ীদের দাবি পাটকল মালিকগণ তাদের পাওনা টাকা পরিশোধ করলে আবারও পাট বন্দরে কর্মচঞ্চলতা ফিরবে।

 
Electronic Paper