ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নড়াইলের জজের ক্ষমতা হ্রাস করার নিদের্শ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদের বিচারিক ক্ষমতার ক্ষেত্র হ্রাস করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলেজ ছাত্র এনামুল হত্যা মামলায় প্রধান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতি দেওয়ায় ঘটনায় এ নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালত আদেশে বলেছে, শেখ আব্দুল আহাদ এক বছর ফৌজদারি মামলায় বিচার কাজ পরিচালনা করতে পারবেন না। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে জজ আদালতের আদেশ বাতিল করে নতুন করে অভিযোগ গঠনের শুনানি করতে বলেছে হাইকোর্ট। মামলার প্রধান আসামি মল্লিক মাঝহারুল ইসলামকে দেওয়া জামিন বহাল রাখা হলেও ‘অপ্রয়োজনীয়’ সময়ের আবেদন করলে জামিন বাতিল হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

এ বিষয়ে তিনটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

 
Electronic Paper