ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ডেঙ্গুর পরীক্ষার ব্যাপারে জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

সারাদেশে ডেঙ্গু-আতঙ্ক ছড়িয়ে পড়ায় জ্বর নিয়ে বা জ্বর ছাড়াই অনেকে হাসপাতালে যাচ্ছেন। তবে ডেঙ্গু পরীক্ষা নিয়ে আপনাকে যেন কোনো বিপাকে পড়তে না হয়; তার জন্য ডেঙ্গুর পরীক্ষার ব্যাপারে জানা প্রয়োজন।

আসুন জেনে নেই ডেঙ্গুর পরীক্ষা কখন করাবেন-
১. জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন। পরীক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রোগীর লক্ষণ, উপসর্গ, শারীরিক পরীক্ষার তথ্য-উপাত্ত।

২. ডেঙ্গু জ্বরের প্রথম দিন থেকে পরবর্তী ১০ দিন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ফলাফল ভিন্ন হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. এনএস১ নেগেটিভ হলেই যে ডেঙ্গু হয়নি, তা শতভাগ নিশ্চিত করে বলা কঠিন। লক্ষণ, উপসর্গ ও অন্যান্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে জেনে রাখুন এনএস১ পরীক্ষা প্রথমে পজিটিভ এবং দু-এক দিন পর নেগেটিভ হয়ে যাওয়া বিচিত্র নয়।

৪. ডেঙ্গুর অ্যান্টিজেন বা অ্যান্টিবডির সঙ্গে অন্যান্য অনেক পরীক্ষা আছে, যা গুরুত্বপূর্ণ। যেমন শ্বেতরক্তকণিকা, হিমাটোক্রিট, অণুচক্রিকা, রক্তের অ্যালবুমিন, যকৃতের এনজাইম এসজিপিটি। শুধু অ্যান্টিজেন টেস্ট করালে এসব গুরুত্বপূর্ণ তথ্য অজানাই থেকে যেতে পারে।

 
Electronic Paper