ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালো কাজে ব্যর্থতায় কী করব

খোলা কাগজ ডেস্ক
🕐 ১২:১০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯

আমরা নানাজন নানা ভালো কাজের উদ্যোগ নিই। কখনো মনে হতে পারে ভালো কাজের এ প্রচেষ্টায় আপনি ব্যর্থ এবং অযথাই এ সব কাজে সময় নষ্ট করছেন। হয়তো মানুষকে সৎকাজ বা চরিত্র গঠনের প্রতি আহ্বান করছেন। কিন্তু কেউই আপনার কথা শুনছে না বা আপনি মানুষের মধ্যে এর কোনো প্রভাব-প্রতিক্রিয়া ও পরিবর্তন দেখতে পারছেন না। আপনার মধ্যে তখন হতাশা কাজ করতে পারে।

মনে রাখা উচিত, এ চেষ্টাতে কোনো ফল দেখা না গেলেও আল্লাহ আপনাকে দেখছেন; তিনি অন্তর সম্পর্কে জানেন। সুতরাং, আপনার কাছে বৃথা মনে হলেও কাজ কখনই বৃথা নয়। বরং আল্লাহ আপনার এ কাজের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন।

রসুল (সা.) যখন মিরাজে গমন করেন, তখন তিনি এমন অনেক নবী রসুলকে দেখতে পান যাদের অনুসারীর সংখ্যা খুবই সীমিত। কারও দশ, কারও পাঁচ, কারও মতে দুই বা একজন অনুসারী। আবার কোনো কোনো নবীর কোনো অনুসারীই নেই।

নিশ্চিতভাবেই এ সব নবী ব্যর্থ নন। তারা বৃথা সময় নষ্ট করেননি। বরং যাদের কাছে দীনের দাওয়াত দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছেন, সেই লোকেরাই প্রকৃত অর্থে ব্যর্থ হয়েছে।

প্রশ্নটি করেছেন হাবিবুর রহমান, মুলাদী, বরিশাল থেকে

 
Electronic Paper