ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ছয় বিভাগে জাপার সাংগঠনিক কমিটি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

সারা দেশেই সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে চায় জাতীয় পার্টি (জাপা)। বিশেষ করে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে চানা দলটির শীর্ষ নেতারা। এজন্য বিভাগীয় সাংগঠনিক কমিটি গঠন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম (গোলাম মোহাম্মদ) কাদের।

মঙ্গলবার এক সাংগঠনিক আদেশে তিনি ওই ছয় বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করেছেন। দলটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জানা যায়, ওই কমিটি বিভাগের অন্তর্গত জেলা সফর করবেন নেতারা। তারা জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল, বেগবান ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে চান। কমিটির কার্যাভার গ্রহণের এক মাসের মধ্যে উল্লেখিত সাংগঠনিক কার্যাদি সম্পন্ন করা হবে বলে জানা যায়।

সূত্র জানায়, ঢাকা বিভাগের সাংগঠনিক কমিটির আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সদস্য সচিব আলমগীর সিকদার লোটন, সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল। রাজশাহী বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব আব্দুর রশিদ সরকার, সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম ইয়াসির। বরিশাল বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সদস্য সচিব এমরান হোসেন মিয়া, সদস্য নাসরিন জাহান রতনা, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুল, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা।

রংপুর বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, সদস্য সচিব মো. আজম খান, সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা, এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য পনির উদ্দিন আহমেদ। খুলনা বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সদস্য সচিব সুনীল শুভ রায়, সদস্য সৈয়দ দিদার বখত, উপদেষ্টা হাসান সিরাজ সুজা, যুগ্ম মহাসচিব মনিরুল ইসলাম মিলন। সিলেট বিভাগের আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য মেজর জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব কাজী মামুনুর রশীদ, সদস্য এ টি ইউ তাজ রহমান। যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, নির্বাহী সদস্য পীর ফজলুর রহমান মেজবাহ।

 
Electronic Paper