ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক
🕐 ৮:০২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯

বাংলাদেশের অগ্রজ কথাসাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এই কথা সাহিত্যিকের মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

ব্যতিক্রমী এবং শ্রমসাদ্ধ অসংখ্য বিখ্যাত উপন্যাসের স্রষ্টা এই লেখক দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

রিজিয়া রহমানে জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। ১৯৪৭ সালে দেশবিভাগের পর স্বপরিবারে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। সেই থেকে ৫ দশক ধরে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্য লিখে আসছেন।

কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মূল বিখ্যাত ঔপন্যাসিক হিসেবেই। অগ্নিস্বাক্ষরা, ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অরণ্যের কাছে, শিলায় শিলায় আগুন, অলিখিত উপাখ্যান, ধবল জোৎস্না, সূর্য সবুজ রক্ত, একাল চিরকাল, হে মানব মানবী, হারুন ফেরেনি, উৎসে ফেরা তার উল্লেখযোগ্য গ্রন্থ।

উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে রিজিয়া রহমান বাংলা একাডেমি পুরস্কার পান। পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে এ গুণী লেখককে একুশে পদকে ভূষিত করা হয়।

 
Electronic Paper