ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাকিমপুরে রাস্তার গাছ চুরি

চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৮:১৪ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ আটজনের বিরুদ্ধে রাস্তার ১০০টি গাছ চুরির মামলা করেছেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামসুল আলম। এ মামলায় পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে থানায় মামলা করেন তিনি।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, উপজেলার ঢেলুপাড়া গ্রামের রাস্তার দুই পাশের ইউক্লিপটাস ও আকাশমনির প্রায় ১০০টি গাছ গত শুক্রবার দুপুরে কেটে নেওয়া হয়। এ অভিযোগে ইউপি চেয়ারম্যানকে হুকুমের আসামি করে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন বন কর্মকর্তা।

মামলার আসামিরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সদরের মানিক মিয়া, হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামের মামুন, সরঞ্জাগাড়ী গ্রামের এমদাদুল, হারুনুর রশিদ, মিনহাজুল, দবিরুল ইসলাম, রুবেল ইসলাম।

তবে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, আমি ওই রাস্তার গাছ কাটার ব্যাপারে কিছুই জানতাম না। উপজেলা এসএফপিসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম নিজেকে আড়াল করতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

 
Electronic Paper