ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আবার উড়বেন অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

সুখবর পেলেন পাকিস্তানের কারাগারে ৫৮ ঘণ্টা আটক থেকে স্বদেশে ফেরা ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান। শিগগিরই আবারও বিমানের ককপিটে চড়তে পারবেন তিনি।

পাকিস্তান থেকে ভারতে ফেরার পর তার যে মেডিকেল টেস্ট হয়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই উইং কমান্ডার।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়, মেডিকেল টেস্টটিতে উত্তীর্ণ হওয়ায় আবারও যুদ্ধবিমান চালানোর অনুমতি পাবেন অভিনন্দন বর্তমান। ইতোমধ্যেই ফিটনেস-টেস্টিং সংস্থা বেঙ্গালুরুভিত্তিক ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন অভিনন্দনকে ছাড়পত্র দিয়েছে। তবে তার আগে ফের একটি কোর্স করতে হবে অভিনন্দনকে।

ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরেই যুদ্ধবিমান চালানো হয়নি অভিনন্দনের। এতো দীর্ঘ বিরতির পর একজন পাইলটের পক্ষে যুদ্ধবিমান চালানোটা বিপজ্জনক। তাই নিয়ম অনুযায়ী, অভিনন্দনকেও একটি কোর্স করতে হবে। তা সম্পূর্ণ হলেই বিমানবাহিনীতে আবার নিয়মিত হতে পারবেন অভিনন্দন। বালাকোটে হামলার পর থেকেই ভারতীয়দের নায়ক হিসেবে স্বীকৃতি পেয়েছেন অভিনন্দন বর্তমান।

 
Electronic Paper