ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বৃষ্টির পানিতে নিমজ্জিত খুলনার রাস্তাঘাট

খুলনা ব্যুরো
🕐 ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

টানা বৃষ্টিতে ডুবে গেছে খুলনার পথঘাট। চারদিকে পানি থইথই। বৃষ্টিতে নগরীর বিভিন্ন রাস্তায় হাঁটু পানি জমে গেছে। টানা বৃষ্টিপাতে খুলনা নগরীর পথঘাট নিমজ্জিত হওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে সড়কে পথচারী ও যানবাহন চলাচল কমে গেছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, বঙ্গোপসাগর থেকে কিছু মেঘমালা ভেসে আসায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, খুলনায় স্বস্তির বৃষ্টি হলেও তা ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। গত বৃহস্পতিবার সকাল থেকে হালকা ও ভারী বৃষ্টিতে দিনভর জলাবদ্ধ রয়েছে নগরীর প্রধান সড়ক, ফুটপাত ও নিচু এলাকা। সড়কজুড়ে পানি থাকায় দুপুরের পর থেকে সড়কে যানবাহন কমে যায়। আর এতে ভোগান্তিতে পড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর এ সুযোগে রিকশা ও অটোরিকশার ভাড়া বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়েও জলাবদ্ধ সড়কে যানবাহন চালাতে রাজি হননি অনেকে।

নগরীর বাসিন্দা বোরহান বিশ^াস জানান, ‘সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি। নগরীর রাস্তা খোঁড়াখুঁড়িতে ছোট বড় গর্তে পানি জমে চলাফেরায় ভোগান্তি আরও বেড়েছে। মশার উৎপাতও বেড়েছে।

শিল্প এলাকার আমির হোসেন জানান, ‘এমনিতে পানিতে সয়লাব খুলনা শহর। আর এখন ওয়াসার খুঁড়ে রাখা গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে।’

 
Electronic Paper