ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রত্যাবর্তন

মানিক মোহাম্মদ রাজ্জাক
🕐 ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

ঠিকানা হারিয়ে যায় ঠিকানা আবার ফিরে আসে
নীরব নদের পাশে। শ্যেইনের সাদাজল ফেলে
কাদাজলে উছলে ওঠে প্রাণ। মাতৃত্বের উষ্ণঘ্রাণে
সঙ্গোপনে উঁকি দেয় সেই অবিরাম ছেলে বেলা।

রোদের মিছিল এসে বোধের গহিনে বাঁধে ঘর
নিরন্তর ধান শালিকের ডাকে জেগে ওঠে ঘুম।
মৌসুমী চাঁদের বাঁকে হারানো দিনের স্বপ্ন আঁকে
খেয়ালি জীবন। ফিরে আসে ফের সেই সন্ধিক্ষণ।

ঠিকানা হারিয়ে যায় ঠিকানা আবার ফিরে এসে
পূর্বাকাশে ওড়ায় আকাশ। জলকন্যা হয়ে ওঠে
ফসলের ভ্রুণ। ডাংগুলি বেলারা এসে কথা বলে
গল্প করবার ছলে। প্রজাপতি খোলে তার ডানা।

শালিক হতেও থাকে না তখন মানা। আনমনা
কবিতা বিকেল ওয়ে ওঠে এক নারীর নোলক।

 
Electronic Paper