ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চেলসি ছেড়ে আর্সেনালে লুইস

ক্রীড়া ডেস্ক
🕐 ১২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ০৯, ২০১৯

শেষ সময়ে দলবদলের তোড়জোড় শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে। এরই মধ্যে রোমেলু লুকাকু ইন্টার মিলানে গেছেন। দিবালার সঙ্গে আলাপ করছে টটেনহ্যাম।

কুতিনহোও শেষ দিন আলোচনায় আছেন। এরই মধ্যে চেলসি ডিফেন্ডার ডেভিড লুইসকে দলে নিয়েছে আর্সেনাল।

তার জন্য উনাই এমেরির চেলসিকে খরচা করতে হয়েছে সাত মিলিয়ন পাউন্ড। আর্সেনালের একজন সেন্ট্রাল ডিফেন্ডারের দরকার ছিল। সেজন্য ব্রাজিল ডিফেন্ডারকে দলে নিয়েছে তারা। তারপরও চেলসির এই ডিফেন্ডারকে দলে নেওয়া নিয়ে আছে প্রশ্ন। বয়স তার ৩২। কিন্তু সেরা সময় তিনি ২০১৪ বিশ্বকাপের পরই হারিয়েছেন। চেলসিতেও তার রক্ষণ সামলানো নিয়ে ছিল প্রশ্ন।

গত বুধবার চেলসির সঙ্গে অনুশীলন করেননি ডেভিড লুইস। তিনি নাকি ক্লাবের সঙ্গে জোরাজুরি করেই আর্সেনালে যাচ্ছেন। চেলসির কর্তাদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে চেলসির নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে তার কোনো সমস্যা নেই। ক্লাবের তাকে নিয়ে পরিকল্পনা ছিল না বলেই ক্লাব ছাড়তে তোড়জোড় লাগান এই তারকা।

 
Electronic Paper